মেঘনা নদীতে জাটকা ধরায় চার জেলেকে আটক করেছে নৌপুলিশ। একই সময় তাদের কাছ থেকে একটি মাছ ধরার নৌকা, ৯০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১২৫ কেজি জাটকা জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন- শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাবু মান (৩৫), আমির মাতব্বর (৩৩), শাহজামাল বেপারী (৩২) ও মো. খলিল খাঁ (৩৬)।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
জব্দ জাটকা স্থানীয় এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ ধরার নৌকা মামলার আলামত হিসেবে নৌথানা হেফাজতে রয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ওসি কামরুজ্জামান আরও বলেন, গত ২৪ ঘণ্টার অভিযানে জাটকা ধরা অবস্থায় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়।