রাইজিংসিলেট- নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুরের পানিউমদায় ইয়াবা বিক্রিকালে ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামী সাহাব উদ্দিনকে (৩২) ৩৮০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সাহাব উদ্দিনকে (৩২) কাগারারে প্রেরণ করেছে। সাহাব উদ্দিন বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে ইয়াবা বিক্রি করতে উপজেলার পানিউমদা ইউনিয়নের ছাতল গ্রামে যায় মাদক ব্যবসায়ী সাহাব উদ্দিন (৩২)।
এসময় তার চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন তালুকদার, এএসআই আতাউল গণিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাহাব উদ্দিনকে (৩২) তল্লাশী করে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুক আলী বলেন, ৩৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাহাব উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাহাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতি মামলা রয়েছে।