ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ থানায় যোগ ‍দিলেন (ওসি) মাসুক আলী

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জের নবীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌকস পুলিশ অফিসার মো মাসুক আলী। বুধবার রাতে নবীগঞ্জ থানার বিদায়ী ওসি মোহাম্মদ ডালিম আহমেদ নতুন ওসি মোঃ মাসুক আলীর কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। ইতিপূর্বে ওসি মোঃ মাসুক আলী আজমিরীগঞ্জ থানা, হবিগঞ্জ সদর মডেল থানা ও বাহুবল থানায় কর্মরত ছিলেন। দায়িত্বভার গ্রহণ করে নবীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন- নবীগঞ্জ উপজেলার প্রত্যেকটি নাগরিক যাতে পুলিশি সেবা নির্বিঘ্নে পেতে পারেন এবং জনসাধারণ যাতে কোনো ধরণের হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবো। এছাড়া নবীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা জনসাধারণের শান্তি-সেবা নিশ্চিত করণে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি স্বাক্ষরিত এক অফিস আদেশে আজমিরীগঞ্জ থানার (ওসি) মো. মাসুক আলীকে নবীগঞ্জ থানায় বদলি করা হয় ও নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।