 
হবিগঞ্জের নবীগঞ্জ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার।
বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম মুর্শিদ, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ লুৎফুর রহমান, মাওঃ ইব্রাহিম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আহমদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচরী, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করা প্রত্যেক ব্যবসায়ীর দায়িত্ব। ভোক্তাদের সুবিধার্থে হাট-বাজারে প্রতিটি দ্রব্যের মূল্য তালিকা টানিয়ে রাখার আহবান জানান।
এছাড়া তিনি রমজান মাসে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                                             
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                