ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নয়াসড়ক সার্বজনীন পুজা মান্ডবে খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা সভা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২০, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধর্ম, বর্ণ, গোত্রসহ যেকোনো ধরনের বিভাজন একটি দেশের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা তৈরি করে। যে জাতি নিজেদের ঐক্যবদ্ধ করতে পেরেছে, তারাই প্রগতি ও উন্নতির পথে এগিয়েছে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।

গত শুক্রবার (১৯ ডিসেম্বর) নয়াসড়ক সার্বজনীন পুজা মান্ডবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৬ নং ওয়ার্ডের সনাতনী সম্প্রদায়ের প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বেগম জিয়ার সুস্থ্যতার জন্য সারাদেশের মানুষ প্রার্থনা করছে। যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে তখনই বেগম জিয়া সংগ্রাম করেছেন। নানা নির্যাতনের মুখেও তার আপসহীন ভূমিকা আমাদের জন্য অনুকরণীয়।

সভায় সভাপতিত্ব করেন নয়াসড়ক সার্বজনীন পুজা মান্ডব কমিটির সভাপতি সুব্রত রঞ্জন সেন মঙ্গল। নয়াসড়ক সার্বজনীন পুজা কমিটির সভাপতি উজ্জ্বল দাস এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, হিন্দু কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন, বিনীত কুমার চক্রবর্তী, এডভোকেট কল্যাণ চৌধুরী, শিবব্রত ভৌমিক, এডভোকেট গৌতম দাস, অচ্যুত ভট্টাচার্য অজিত, নিহার দাস, কল্লোল জ্যোতি বিশ্বাস, রাজিব কুমার দে, বুদ্ধ প্রতিম দেব, মলয় লাল ধর, অভিজিৎ সেন, দেবুল সেন, বিধান বৈদ্য, ঝলক আচার্য্য, আশীষ দেবনাথ, রনি পাল, হকেন দেব, নুপুর সেন, মৃদুন সেন, সানি দাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।