
সিলেটের বন্দরবাজারে অবস্থিত কনসালটেন্সি প্রতিষ্ঠান “নাওয়াফ” এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে গত সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে। প্রতিষ্ঠানটি ১৮, বশির কমপ্লেক্স (১ম তলা), বন্দরবাজারে তাদের কার্যক্রম শুরু করে।
নাওয়াফ এর পরিচালক মাওলানা জুবায়ের আহমদ এর সভাপতিত্বে ও পরিচালক আব্দুর রহমান এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালান্তর প্রকাশনীর পরিচালক আবুল কালাম আজাদ, নাওয়াফ এর ব্যবস্থাপনা পরিচালক উমর আলী, নাওয়াফ এর পরিচালক আমজাদুস সামাদ উজ্জল, উম্মুল কুরা একাডেমীর পরিচালক হাফিজ মুফতী আহমদুল হক উমামা, আজওয়াদ’র পরিচালক মো. দুলাল আহমদ, মাকতাবাতুল আযহার এর পরিচালক মাওলানা সালমান আহমদ, প্রিন্ট পয়েন্ট এর পরিচালক নোমান বিন আরমান, ইজি কম্পিউটারের পরিচালক সালমান আহমদ, ভার্থখলা মাদ্রাসার শিক্ষক ইয়াকুব হুসাইন জাকির, হলি সাইন এর পরিচালক মাওলানা তাওহীদ বিন জামাল, ক্লিক পয়েন্ট এর পরিচালক মঞ্জুর ইসলাম আদিব, জামিয়া মজিদিয়া কুচাই মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আহাদ ও মাওলানা সালমান আহমদ, গোলাপবাগ মহিলা মাদ্রাসার শিক্ষক নাইমুল হাসান নাজিম, বিহান এর সম্পাদক মুতিউল মুরসালিন, গ্রাফেটী এর পরিচালক মাওলানা মাসুম বিন হাফিজ, ডিজাইনালয় এর পরিচালক যায়েদ রহমান, আসলাফ প্রিন্টশপ এর পরিচালক রশিদ মুশতাক, অপূর্ব মিডিয়ার পরিচালক মাওলানা শুয়াইব আহমদ, আল—কাবাস এর পরিচালক মাহবুবুল আলম টিপু, পারফেক্ট এর পরিচালক ইয়াহইয়া উল কারিম, এবি মিডিয়ার পরিচালক আবু বকর সিদ্দীক, পাঞ্জাবী এক্সক্লোসিভ এর পরিচালক আব্দুল্লাহ আল নোমান, তাকওয়া এর পরিচালক হাবিবুল্লাহ মিফতাহ, হরফ মিডিয়ার পরিচালক মুহাম্মদ আহসান হাবীব, রিলায়েবল সার্ভিস সলিউশনের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ইওয়াফি এর পরিচালক আফফান খলীল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমন শেখ, আবিদ রহমান, ছাইদুর রহমান ও রাফি আহমদ সহ প্রমূখ।
দোয়া ও ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন করা হয় নতুন এই কনসালটেন্সি প্রতিষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুন্সীবাজার মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা আব্দুল হান্নান মামরখানী। অনুষ্ঠানে অতিথিরা “নাওয়াফ” এর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিদেশে পড়াশোনা, উমরাহ ও বিমান টিকেটিং—এর সেবা প্রদানকারী বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠার অঙ্গীকার নিয়ে তারা যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো— গ্রাহকদের বিশ্বস্ত ও মানসম্মত সেবা প্রদান করা।