
রাইজিংসিলেট- নাগেশ্বরীতে কচুরিপানার নিচ থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কচুরিপানার নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি সহিবুর রহমান স্বপন প্রধান (৬৫), যিনি পেশায় সাবেক সাব-রেজিস্ট্রার ছিলেন।
শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার মডেল মসজিদের পাশের গোদ্ধার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নাগেশ্বরী শহরের সাতানী পাড়ার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কয়েক বছর আগে বিলের পাশে ‘লেক সিটি’ নামে একটি স্থাপনা গড়ে তোলেন। পাশাপাশি ওই এলাকায় তার মালিকানাধীন একটি ক্লিনিকও রয়েছে। মাঝে মধ্যে তিনি সেখানে সময় কাটাতেন।
সন্দেহ করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশের পক্ষ থেকেও প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে তার সৎ ভাই তালহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।