ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি: শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্তি  হয়েছে।

১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নাগেশ্বরী উপজেলা

আরডিআরএস বাংলাদেশ ট্রেনিং সেন্টারে

ইউনিসেফ এর অর্থায়নে  এসবিসি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়।

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাগেশ্বরী  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়,  হান্নান, আনোয়ার হোসেন।

প্রশিক্ষণটি সঞ্চালনায় ছিলেন, এসবিসি প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার ও কুড়িগ্রাম এপি’র মারিও মার্ডি -প্রোগ্রাম অফিসার।

প্রশিক্ষণে ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।

২৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।