
নাটোরে জিআই পণ্য নিয়ে দেশে প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিজনেস এক্সপো।
নাটোরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ২১ টি জিআই পণ্য নিয়ে দেশে প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিজনেস এক্সপো। গ্রাম থেকে বিশ্বে এই স্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে ডিজিটাল পল্লী গঠন করছে সিংড়া উপজেলায়।
এই মেলায় স্থানীয় উদ্যোক্তা এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের তৈরী বিভিন্ন পণ্য এবং সেবা নিয়ে উপস্থিত ছিলেন।বাংলাদেশে প্রথমবারের মত জিআই পণ্য নিয়ে হচ্ছে এই এক্সপোটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর ৩ আসনের সংসদ সদস্য, ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (এমপি)।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ই-ক্যাবের পরিচালক মোঃ আবদুল ওয়াহেদ তমাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএসএল ওয়্যারলেসের সিও ইফতেখার আলম ইসহাক দারাজ বাংলাদেশ এর সিও খন্দকার তাসফিন আলম, ই-ক্যাব এর সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরউল্লাহ্, এনডিসি প্রমূখ। উপজেলা কোর্ট মাঠে ডিজিটাল পড়লেই স্মার্ট বিজনেস এক্সপো চলবে সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ পর্যন্ত।