
রাইজিংসিলেট- নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকুড়ি গ্রামে দাদির বিরুদ্ধে দুই বছর বয়সী নাতি নুর ইসলামকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে।
নুর ইসলাম গুরুদাসপুর উপজেলার সোনাবাজু পূর্বপাড়া গ্রামের শাকিল আহমেদ ও পায়েল খাতুন দম্পতির একমাত্র সন্তান। অভিযোগ উঠেছে, পারিবারিক বিরোধের জেরে শ্বাশুড়ি সখেনা বেগম (৪৫) এ কাজ করেন। তিনি একই গ্রামের বাসিন্দা আব্দুর মোতালেবের স্ত্রী।
জানা যায়, পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে মা পায়েল খাতুন শিশুকে নিয়ে ইকুড়ি গ্রামে যান। সেখানে দুপুরে ঘুমন্ত নুরকে জুস খাওয়ান তার দাদি। এরপরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, অভিযুক্ত সখেনা বেগমকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।