ঢাকাশুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নানা আলোচনা-সমালোচনা পাশ কাটিয়ে শুরু হয়েছে বিপিএলের দশম আসর

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৯, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নানা আলোচনা-সমালোচনা পাশ কাটিয়ে শুরু হয়েছে বিপিএলের দশম আসর। বাইরে মানুষের ভিড়। কেউ ব্যস্ত খেয়েদেয়ে মাঠের ভেতরে ঢোকার প্রস্তুতিতে।
কেউবা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় মাঠে ঢোকার।

দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর বেলুন উড়ানো হয়, স্মোক কালার বোম ফাটানো হয়। মিনিট দশেকের আয়োজনে শুরু হয় বিপিএল।

প্রথম দিনে দর্শকদের সাড়া ছিল বেশ ভালো। নিজের পছন্দের জার্সি গায়ে, মুখে তাদের রঙ মেখে ও পতাকা হাতে মাঠে আসছেন তারা। দর্শকদের জন্য মাঠের মধ্যে রাখা হয়েছে ৩৬০ ডিগ্রি ভিডিও করার ব্যবস্থাও।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্দান্ত ঢাকা। আগেরবার ব্যাপক আলোচনা-সমালোচনা হওয়া ডিআরএস এবার শুরু থেকেই থাকছে। সবগুলো দলেই আছেন দেশিয় কোচ। এছাড়াও ব্রডকাস্টিংয়ের মানও উন্নত করা হয়েছে।

২৬৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।