ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নানা ইস্যু সমাধানেই মাশরাফির দ্বারস্থ হয়েছে বোর্ড

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

নানা ইস্যু সমাধানেই মাশরাফির দ্বারস্থ হয়েছে বোর্ড। একদিন পরই ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে দলের বাংলাদেশের। দল নিয়ে দেখা দিয়েছে নানা ধরনের জটিলতা।

ঘোষণা হয়নি বিশ্বকাপের স্কোয়াড। এর মধ্যেই গুঞ্জন, নেতৃত্ব ছেড়ে দিতে চাচ্ছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপ স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি। তামিম ইকবাল বোর্ডকে জানিয়েছেন, পুরোপুরি ফিট নন তিনি। তাকে খেলানো নিয়ে দোটানায় আছে বিসিবি। তিনি বিশ্বকাপ দলে থাকবেন না, এমন গুঞ্জনও রয়েছে।

সাকিব নেতৃত্ব ছেড়ে দেবেন, এমন কথা এশিয়া কাপের পরই বোর্ডকে জানিয়েছিলেন তিনি। তখন কারণ হিসেবে মানসিকভাবে ঠিকঠাক নেই, এমন কারণ জানিয়েছিলেন তিনি। হতাশ ছিলেন এশিয়া কাপে দলের পারফরম্যান্স ও বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা নিয়েও।

সবমিলিয়ে এক জটিল পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে মঙ্গলবার মিরপুরের বিসিবি কার্যালয়ে এসেছেন মাশরাফি বিন মুর্তজা। জানা গেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকে সাড়া দিয়েই এসেছেন সাবেক এই অধিনায়ক।

তবে শেষ মুহূর্তে সাকিবকে নেতৃত্বে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এ নিয়ে সভাপতি পাপনের বাসায় গতকাল রাতে লম্বা বৈঠকও হয়েছে। এসব নানা ইস্যু সমাধানেই মাশরাফির দ্বারস্থ হয়েছে বোর্ড।

২৫০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।