
রাইজিংসিলেট- ইসলামিক চিন্তাবিদ ও আলেমগণ নামাজে খুশু-খুজুর (মনোযোগ ও বিনয়) বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাদের মতে, নামাজ শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং এটি মুমিনের জন্য আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক মহান সুযোগ।
প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা হাফিজ সালেহ মাহমুদ বলেন, “নামাজে দোয়া হলো বান্দার আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরজি পেশ করার সময়। সেজদার মধ্যে যা চাওয়া হয়, আল্লাহ তাতে সবচেয়ে বেশি সাড়া দেন। তাই দোয়া করার সময় হৃদয় থেকে চাইতে হবে।”
তিনি আরও বলেন, “নামাজের পর দোয়া করা সুন্নাত। রাসূল (সা.) নামাজ শেষে আল্লাহর প্রশংসা করে বিভিন্ন দোয়া পড়তেন। যেমন- ‘আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিংকাস সালাম’ এবং ‘আস্তাগফিরুল্লাহ’।”
ইসলামিক বিশেষজ্ঞদের মতে, নামাজের মধ্যে দোয়া করার উত্তম সময়গুলো হলো:
সেজদার মধ্যে! তাশাহুদ শেষে! সালাম ফিরানোর পর!
তারা আরও জানান, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজে মনোযোগসহকারে দোয়া করা একদিকে যেমন আত্মিক প্রশান্তি আনে, অন্যদিকে আল্লাহর রহমত লাভের বড় মাধ্যম হয়ে দাঁড়ায়।