ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নারীরা এগিয়ে থাকলে সমাজও এগিয়ে যাবে

rising sylhet
rising sylhet
জুন ২৪, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিসিলেট-সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারার ইলাশপুরে ‘আব্দুল হক ফাউন্ডেশন (ইউকে)’ ও ‘উত্তর কুশিয়ারা চ্যারিটি’র উদ্যোগে আয়োজিত ফ্রি সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে নারী উন্নয়ন নিয়ে গুরুত্বারোপ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীদের দক্ষ করে তুলতে পারলে সমাজ, পরিবার ও অর্থনীতি আরও দ্রুত এগিয়ে যাবে। নারীর উন্নয়নে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও থাকবে।”

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়, গার্মেন্টস শিল্পে নারীদের ব্যাপক অংশগ্রহণ শুরু হয়, নারী পুলিশ বাহিনী গড়ে তোলা হয় এবং যৌতুক নিরোধ আইন প্রণয়ন হয়—যা নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত।

বর্তমানেও বিএনপি নারী শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং রাজনৈতিক অংশগ্রহণকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান কাইয়ুম চৌধুরী। দলের ৩১ দফা সংস্কার কর্মসূচিতেও এসব বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সাহেদ মেম্বার। সঞ্চালনায় ছিলেন আয়শা জান্নাত মনি ও সজিবুর রহমান সজিব।

আরও উপস্থিত ছিলেন:

ফেঞ্চুগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম

প্রবীণ কৃষি সংগঠক হাবিবুর রহমান মুসা

সংগঠক মাহবুব আলম, শাহিন আহমেদ, দিনার শাহ ও শামসুদ্দিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।