
অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন অভিনীত সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’নতুন বছরের শুরুতে মুক্তি পাচ্ছে । ছবির নতুন পোস্টার প্রকাশ করেছেন নায়ক অঙ্কুশ, যা মুহূর্তে দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে।
গত বছর অঙ্কুশ ও ঐন্দ্রিলা ‘মির্জা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। সেই ছবির সাফল্যের পর ‘মির্জা টু’ ছবির কথাও উঠে এসেছে, যেখানে যিশু সেনগুপ্ত খলনায়ক হিসেবে থাকবেন। তবে নতুন বছরের শুরুতেই আসা ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবির মাধ্যমে অঙ্কুশ-ঐন্দ্রিলার জুটি আবারো বড়পর্দায় দেখা যাবে।
অঙ্কুশ ইনস্টাগ্রামে জানিয়েছেন, এই ছবিটিই তার বায়োপিকের মতো। আসলে অঙ্কুশ ও ঐন্দ্রিলার প্রেম টালিউডে খুবই জনপ্রিয় এবং তাদের খুনসুটি ও মজার মুহূর্তগুলোর ওপর ভিত্তি করেই এই সিনেমার প্লট তৈরি হয়েছে। তাই ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটিকে অঙ্কুশ নিজের বায়োপিক হিসেবে উল্লেখ করেছেন।
দুর্গাপূজার সময় মুক্তি পাওয়া ‘রক্তবীজ টু’তে অঙ্কুশকে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল, যেখানে তিনি আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর সঙ্গে লড়াই করেছেন। এবার নতুন বছরেই মজা আর হাসির খোরাক নিয়ে আসছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা, যা দর্শকদের কাছে এক নতুন স্বাদের ছবির অপেক্ষা তৈরি করেছে।
এছাড়া ফিল্ম স্ক্রিনিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। তবে যতক্ষণ না তা নিশ্চিত হয়, ততক্ষণ ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর পোস্টার এবং অঙ্কুশের বায়োপিকের ছোঁয়া নিয়ে কৌতূহল বেড়ে যাচ্ছে দর্শকদের মাঝে।