ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের দুদিন পর মরদেহ উ দ্ধা র-আ ট ক ৩

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২০, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ads

নিখোঁজের দুদিন পর সোহাগ হোসেন রকি (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে পিবিআই ও চৌগাছা থানা পুলিশ ভৈরব নদের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করে।

নিহত রকি (২২) যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিএরয়নের পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

সোমবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন।

পিবিআই জানায়, ফেসবুকে নিখোঁজ সংবাদ অনুসন্ধানকালে তার মরদেহের সন্ধান মেলে। এর আগে তার তিন বন্ধুকে আটক করা হয়।

এ বিষয়ে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, ‘১৮ জানুয়ারি এক ফেসবুক পোস্টে রকি নিখোঁজের বিষয়টি জানতে পারি। এরপর তদন্ত কার্যক্রম শুরু করা হয়। তদন্তকালে রকির তিন বন্ধুকে সন্দেহ হলে তাদের আটক করা হয়। তারা হলেন, সোহানুর রহমান(২০), সজল ইসলাম(১৮) ও সুজন হোসেন(২১)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রকির মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে নিহতের ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার হয়। হত্যার ঘটনায় রোববার চৌগাছা থানায় মামলা হয়েছে।

এ দিকে নিহতের চাচা আজিজুর রহমান জানান, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় রকি ইজিবাইক নিয়ে চৌগাছা শহরে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলো। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে চৌগাছা থানায় জিডি করা হয়। পরে পিবিআই যশোর তদন্ত শুরু করলে সন্দেহভাজন তিন বন্ধুকে আটক করে।

পুলিশ জানায়, তারা রকিকে গাঁজা সেবনের কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে গাঁজা সেবনের পর লাড্ডু খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে তারা রশি গলায় পেঁচিয়ে রকিকে হত্যা করে মরদেহ ভৈরব নদের কচুরিপানার নিচে লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।