
নিখোঁজ হওয়ার একদিন পর এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়েছে।
শিশু তাসনুহা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল পাটোয়ারী বাড়ির মো. রুবেলের মেয়ে। এই ঘটনায় তার চাচা রিপন ও চাচি সাথী বেগমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিখোঁজ হওয়া শিশু তাসনুহা আক্তারের (৩) মরদেহ রাত ১২টার দিকে বাড়ির পুকুরে ভেসে ওঠে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশু তাসনুহার বাবা রুবেল হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে ভাত রান্না করার সময় গরম পানি পড়ে শিশুটির শরীরে। এ সময় শিশু চিৎকার দিলে চাচি সাথী বেগম গলায় চাপ দিয়ে ধরে বলে অভিযোগ উঠেছে। এতে মারা যায় ওই শিশু।
শিশুর স্বজনেরা জানান, বাড়ির সবার অগোচরে শিশুকে বস্তাবন্দি করে পুকুরের পানিতে ফেলে দেন তিনি। রাতেই চাচা রিপন ও চাচি সাথী বেগমকে আটক করা হয়েছে।