
রাইজিংসিলেট- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি নিজের হাতে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামে দলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, তারেক রহমান জাতির সামনে প্রকাশ্যভাবে নিজ হাতে তার মনোনয়ন জমা দেবেন।
তিনি আরও বলেন, দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনে তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ এবং সে প্রত্যাশা বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।