ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপদে হজ পালন শেষে হাজীদের ফেরত ৮ কোটি ২০ লাখ টাকা

rising sylhet
rising sylhet
আগস্ট ৯, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নিরাপদে হজ পালন শেষে হাজীদের ফেরত ৮ কোটি ২০ লাখ টাকা। চলতি বছরে (২০২৫) পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হাজী। হজ শেষে খরচ কম হওয়ায় সরকার তাদের মাঝে মোট ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত দিয়েছে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের নির্দেশনায় এবারের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সফল। সময়মতো হজ ফি আদায়, মক্কার কাছাকাছি বাসা ভাড়া, সাশ্রয়ী যাতায়াত এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করায় এ সফলতা এসেছে।

২০২৫ সালের হজ প্যাকেজ আগের বছরের তুলনায় ৭৩ হাজার টাকা কমানো হয়েছিল। এ বছর চালু করা হয় তিনটি নতুন সেবা: ‘লাব্বাইক’ নামে একটি প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ, আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং হজ প্রি-পেইড কার্ড।

ধর্ম মন্ত্রণালয় শুধু হজ ব্যবস্থাপনাই নয়, বিগত এক বছরে দেশের প্রায় তিন হাজার মসজিদ, এক হাজারের বেশি মাদ্রাসা-এতিমখানা, শতাধিক হিন্দু মন্দির, প্যাগোডা এবং গির্জা সংস্কারে আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়া দুস্থদের জন্য ৪ কোটি ৪৩ লাখ টাকা এবং যাকাত ফান্ড থেকে প্রায় ১১ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

আরও উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান ও সুদমুক্ত ঋণ প্রদান, ধর্মীয় শিক্ষা উন্নয়ন, হাওর অঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম, ওয়াকফ সম্পত্তি উদ্ধার ও নেপালের লুম্বিনিতে বাংলাদেশ বৌদ্ধ মঠ নির্মাণ প্রকল্প।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবার রাজনৈতিক হস্তক্ষেপ না থাকায় এবং কার্যক্রমে স্বচ্ছতা বজায় থাকায় জনসেবায় গতি এসেছে। এই সাফল্যের জন্য ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা পরিষদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।