
রাইজিংসিলেট- নির্বাচনের আগে সব লুট হওয়া অ স্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ফেব্রুয়ারির মধ্যে কোনো জটিলতা নেই এবং সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণে সচেষ্ট রয়েছে।
নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জনগণ এখন ভোটমুখী। তাই যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং যারা এসবের পেছনে আছে, সরকার তাদের কঠোরভাবে প্রতিরোধ করবে।
অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, এই প্রক্রিয়াকে আরও জোরালো করা হবে এবং নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে।
সীমান্ত নিরাপত্তা সম্পর্কে তিনি আশ্বস্ত করে বলেন, দেশের সীমান্ত এলাকা নিরাপদ এবং সেখানকার জনগণও যথেষ্ট সচেতন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচার বা প্রোপাগান্ডা বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, দেশ স্বাধীন, তাই মানুষ মত প্রকাশে স্বাধীন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।