ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে অংশগ্রহণের দাবিতে কানাডা বিএনপির বি ক্ষো ভ

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৩, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ, অবাধ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কানাডায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানী অটোয়ায় পার্লামেন্ট হিলের সামনে এই বিক্ষোভ হয়।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিএনপি কানাডা শাখার উদ্যোগে এই বিক্ষোভ আয়োজিত হয়। সমাবেশে বিএনপির বিভিন্ন প্রাদেশিক শাখার দুই শতাধীক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী।

বিক্ষোভে সমাবেশে মোবাইল ফোনে কানাডা পার্লামেন্ট মেম্বার এবং বাংলাদেশ ককাসের চেয়ারম্যান ব্র্যাড রেডকপ বাংলাদেশে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে অবাধ সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন ক্যুইবেক প্রাদেশিক শাখা বিএনপির সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কানাডা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আবদুর রাজ্জাক রাজু, সাবেক  সাধারণ সম্পাদক আরমান মিয়া মাস্টার, ক্যুইবেক বিএনপির সহসভাপতি নওশাদ উল্লাহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।