
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ এবং এতে কোনো রাজনৈতিক দলের আপত্তির সুযোগ থাকবে না।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লার বার্ড ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, “যে সময় নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে, সে সময়েই নির্বাচন হবে। এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন।”
প্রতিনিধিত্বমূলক পদ্ধতি (পিআর) নিয়ে তিনি জানান, এ বিষয়ে রাইজিংসিলেট- রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। অন্যান্য দেশে যেখানে সমঝোতায় পৌঁছাতে কয়েক বছর লেগে যায়, সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো অল্প সময়ে অনেক বিষয়ে একমত হয়েছে। জুলাই মাসের মধ্যেই আলোচনার চূড়ান্ত দলিল স্বাক্ষরিত হবে, এরপর নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যে তার ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে। অপরাধমূলক ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। বিশেষ করে ধর্ষণের মতো জঘন্য অপরাধে দ্রুত বিচার নিশ্চিত করতে আইন সংস্কার করা হয়েছে।