ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে ছাত্রদল প্যানেলের নির্বাচন বর্জন করা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন-প্রিন্স

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ads

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের নির্বাচন বর্জন করা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের কইচাপুর ইউনিয়নের রুহিপাগাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে ৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে তিনি বলেন, জাকসু নির্বাচনে শিবিরের কারচুপি ও ষড়যন্ত্র উন্মোচিত হওয়ায় ছাত্রদল নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। হতাশার কিছু নেই। জনগণকে সঙ্গে রেখে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে মনোবল অটুট রাখতে হবে।

এমরান সালেহ প্রিন্স বলেন, ডাকসু নির্বাচন বিএনপির চোখ খুলে দিয়েছে। বাংলাদেশপন্থিদের বিজয় ঠেকিয়ে দিতে ভারতপন্থি ও পাকিস্তানপন্থিদের অশুভ আঁতাত ধরা পড়ে গেছে। ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণ নির্বাচনের পথে কোনো প্রতিবন্ধকতা বা নৈরাজ্য সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতেই হবে, না হয় দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি হয়ে যাবে।

বিএনপির এই নেতা বলেন, পরিকল্পিতভাবে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট ঘনীভূত করা হচ্ছে। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের নামে প্রহসনের অয়োজন করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। এই ষড়যন্ত্রের সঙ্গে কয়েকজন উপদেষ্টা ও নবীন-প্রবীণ কয়েকটি রাজনৈতিক দল এবং অরাজনৈতিক কিছু স্বার্থান্বেষী ব্যক্তি জড়িত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।