
রাইজিংসিলেট- নরওয়েতে নামলেই গ্রেপ্তার। গাজায় চলমান সংঘাতে ইসরায়েলের ভূমিকার জেরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে প্রস্তুত নরওয়ে। দেশটির সরকার জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়ের মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে।
নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে তাদের এই আদেশ বাস্তবায়নের আইনি দায়বদ্ধতা রয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
২০২৪ সালের ২১ নভেম্বর আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে মে মাসে আদালতের প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রীসহ আরও কয়েকজনের বিরুদ্ধে এই পরোয়ানার আবেদন করেন।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, আইসিসি গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং এই প্রক্রিয়ায় নরওয়ে পূর্ণ সমর্থন জানায়।