
রাইজিংসিলেট- নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৩ সেপ্টেম্বর শনিবার পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় ড. ইউনূস বলেন, “বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।”
তিনি উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবেই সুশীলা কার্কির নেতৃত্ব গ্রহণকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।
অধ্যাপক ইউনূস আরও বলেন, “একজন ঘনিষ্ঠ প্রতিবেশী ও দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র হিসেবে আমরা বিশ্বাস করি, আপনার নেতৃত্বে নেপাল আরও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।”
সম্প্রতি নেপালে ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আশা প্রকাশ করেন, সুশীলা কার্কির নেতৃত্বে বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
শেষে অধ্যাপক ড. ইউনূস প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এবং নেপালের জনগণের শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।