ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নেশার টাকার জন্য স্ত্রীর ওপর স্বামীর হা ম লা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ads

নেশার টাকার জন্য স্ত্রীর ওপর স্বামীর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জের বিহারি মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত স্বামী হানিফকে নেশার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তার স্ত্রী কুলসুম বেগমকে বেদম প্রহার করে বটি দিয়ে জবাই করার চেষ্টা করে। হানিফ প্রথমে স্ত্রীকে মারধর করে। পরে ধারালো বটি দিয়ে গলায় আঘাত করার চেষ্টা করলে কুলসুম বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে হানেফের স্ত্রী কুলসুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসরা কুলসুমকে যশোর হাসপাতালে রেফার্ড করা করেছেন।

তিনি আরও বলেন, উত্তেজিত এলাকাবাসী হানেফকে ইট-পাটকেল নিক্ষেপ করে আহত করে। তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উত্তেজিত লোকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তবে কেন এবং কী কারণে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তাদের বিস্তারিত পরিচয় ওসি তাৎক্ষণিকভাবে দিতে পারেননি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুলসুম বেগম দীর্ঘদিন ধরে পরের বাড়িতে কাজ করে সংসার চালাতেন এবং স্বামীর নেশার টাকার যোগান দিতেন। তবে ঘটনার দিন টাকা দিতে অস্বীকৃতি জানানোয় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত হানিফকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে উপস্থিত জনগণ তার ওপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।