
রাইজিংসিলেট- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তাহলে তাকে গাজার চলমান যুদ্ধ থামানোর উদ্যোগ নিতে হবে।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের সময় নিউইয়র্কে অবস্থানকালে মঙ্গলবার এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এই মন্তব্য করেন।
তিনি বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন ট্রাম্প। কারণ, যুক্তরাষ্ট্রই এমন দেশ, যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে। ফ্রান্স সে ধরনের কোনও সামরিক সহায়তা করে না।
ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, “যুদ্ধ থামানোর ক্ষমতা একমাত্র একজনের রয়েছে, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট।”
জাতিসংঘে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানিয়েছেন, তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন, কারণ এতে হামাসের মতো গোষ্ঠীগুলো পুরস্কৃত হবে বলে তিনি মনে করেন। তবে একই সঙ্গে তিনি গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন এবং দ্রুত শান্তি আলোচনার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।
ম্যাক্রোঁ এই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, “আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি নিজে থেকে বলছেন যে তিনি শান্তি চান। তিনি বলেছেন, তিনি ইতোমধ্যে সাতটি সংঘাতের সমাধান করেছেন। যদি তিনি সত্যিই শান্তির পক্ষে থাকেন এবং নোবেল পুরস্কার চান, তাহলে এই যুদ্ধ থামানো তার জন্যই বড় পরীক্ষা।”
উল্লেখযোগ্যভাবে, কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের সঙ্গে শান্তিচুক্তি ও অস্ত্রবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন। তিনি নিজেও বলেছেন, এই সম্মান পাওয়ার তিনি যোগ্য। এর আগে যুক্তরাষ্ট্রের চারজন প্রেসিডেন্ট এই পুরস্কার অর্জন করেছেন।