ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নৌকা ডুবে এক শিশুর মৃ ত্যু আ শ ঙ্কা জনক অবস্থায় মা

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নবীনগরে নৌকা ডুবে রিয়াদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর এলাকার লঞ্চঘাটে বুড়ি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি যাত্রীবাহী নৌকায় উপজেলার উরখুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীর পাশাপাশি নৌকাটিতে রড এবং সিমেন্ট দিয়ে বোঝাই করে ফেলে। ফলে নৌকাটি ছেড়ে যাওয়ার আগে ঘাটেই কয়েকজন যাত্রীসহ ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটি স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা তীরে নিয়ে আসেন। এ সময় মৃত অবস্থায় শিশু রিয়াদকে এবং তার মা বিউটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত রিয়াদ উপজেলার উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। এই ঘটনায় শিশুটির মা বিউটি আক্তার (৩০) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এই ঘটনার একটি শিশু মারা গেছে। অতিরিক্ত মালমাল থাকার কারণে নৌকাটি ঘাটেই তলিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, নিহত শিশুটির লাশ মর্গে ময়নাতদন্তের জন্যে প্রেরণের প্রস্তুতি চলছে। তা মাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা নিরাপদ রয়েছেন।

১৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।