
গোয়াইনঘাট উপজেলার নৌ-পথে চাঁদাবাজি, বিভিন্ন স্থানে মারামারির মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামী রিয়াজ উদ্দিন তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার বাউওবাগ হাওর গ্রামের সাখায়াত তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন তালুকদার। চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত মোট ৮ টি মামলার আসামি তিনি।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সিলেট শাহপরান থানাধীন খাদিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, সরকারের ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী নৌকা যাওয়ার পথে লেংগুড়া এলাকায় নৌকা আটকিয়ে চাঁদাবাজির ঘটনায় যৌথবাহিনির অভিযানে উদ্ধার হওয়ার দায়ের করা মামলার অন্যতম আসামি রিয়াজ উদ্দিন তালুকদার। বালু বোঝাই প্রায় দুই শত বাল্কহেড দুই সাপ্তাহ ধরে একটি চাঁদাবাজ বাহিনী জিম্মি করে আটকে রেখেছিল। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখাও দিয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাল্কহেড সাথে আসা শ্রমিক ও স্থানীয় নৌকা শ্রমিকদের জোর পূর্বক জিম্মি করে রাখার ঘটনায় গত (৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগ অভিযানে চাঁদাবাজ গংদের হাত থেকে জিম্মি কৃত বালু বোঝাই বাল্কহেডগুলো উদ্ধার করে যৌথ বাহিনীর অভিযানিক দল। সে সময় কয়েকঘন্টাব্যাপী অভিযানে চাঁদাবাজ চক্রের গডফাদাররা পালিয়ে গেলেও তার কিছু সংখ্যক লোক সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরলে তাৎক্ষণিক ৬ জনকে আটক করে অভিযানকারী দল। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় দেশীয় অস্ত্র এবং অবৈধভাবে চাঁদা আদায়ের দ্বায়ে চাঁদাবাজির অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। মামলা নং-১৩। ওই মামলার অন্যতম আসামি রিয়াজ উদ্দিন তালুকদার। এছাড়াও বাউরবাগ এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্রকরে মারামারি মামলার পরোয়ানাভূক্ত আসামিসহ বিভিন্ন ঘটনায় মোট ৮ টি মামলার আসামি রিয়াজ উদ্দিন। বালু উত্তোলনকে কেন্দ্র করে মারামারি গোয়াইন থানায় দায়ের করা মামলা নং ২ /২৫ পরোয়ানা ভুক্ত আসামি রিয়াজ উদ্দিনকে অভিযান চালিয়ে সিলেট একটি হোটেল থেকে গ্রেফতার করে র্যাব ৯।
র্যাব-৯ সূত্রে জানা যায়, সিলেট এসএমপির শাহপরান থানাধীন খাদিম নগর এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াজ উদ্দিন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। পরে রাত আনুমানিক ১ টার দিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
গোয়াইনঘাট থানার তদন্তকারী কর্মকর্তা মো. কবির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি চাঁদাবাজি ও মারামারি মামলায় রিয়াজ উদ্দিনকে গ্রেফতার থানায় হস্তান্তর করে র্যাব-৯। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।