
রাইজিংসিলেট- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ইবতেদায়ি মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। ২০২৫ সালের ডিসেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ডের এক নির্দেশনায় জানানো হয়েছে, পরীক্ষাটি ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ে পরীক্ষা দেবে:
কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ (একত্রে)
আরবি প্রথম ও দ্বিতীয় পত্র (একত্রে), বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান (একত্রে)
প্রতিটি বিষয়ে থাকবে ১০০ নম্বর, মোট নম্বর হবে ৫০০।
শুধু বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে, প্রতিটি মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।