
রাইজিংসিলেট: তিন দশকেরও বেশি সময় ধরে সংগীত দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া গায়ক মনির খান রাজনীতিতেও কম সক্রিয় নন। দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুক্ত এই শিল্পী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি গুজব নিয়ে মুখ খুলেছেন।
তিনি জানিয়েছেন, বিএনপির কোনো পদ থেকে একসময় সরে এলেও দল কখনোই ছাড়েননি। বরং দলের কঠিন সময়েও পাশে ছিলেন। সম্প্রতি কিছু মানুষ ২০১৮ সালের একটি পুরনো তথ্য বিকৃত করে প্রচার করছে যে তিনি নাকি দল থেকে সরে এসেছেন। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেন মনির খান।
ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত এই গায়ক অতীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক এবং বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে কিছু অভিমান থেকে পদ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দল ত্যাগ করেননি বলে স্পষ্ট করেন তিনি।
মনির খান আরও জানান, এলাকাবাসীর ভালোবাসায় তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, যদি দল এবং জনগণ চায়, তাহলে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন।
বর্তমানে গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করলেও রাজনীতিতে তাঁর সক্রিয়তা আগের মতোই রয়েছে। পাশাপাশি তিনি ভক্ত-সমর্থকদের অনুরোধ করেন যেন কোনো বিভ্রান্তিকর গুজবে কান না দেন।