
রাইজিংসিলেট- সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটের মামলায় গ্রেপ্তার হওয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনের মুক্তির দাবিতে বিবৃতি দেওয়ায় দলের শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত একটি নোটিশ উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মন্নান এবং সাধারণ সম্পাদক আলী আকবরের কাছে পাঠানো হয়।
নোটিশে বলা হয়, সাহাব উদ্দিনের দলীয় পদ স্থগিত থাকা সত্ত্বেও তার পক্ষে প্রকাশ্যে বিবৃতি প্রদান দলীয় সিদ্ধান্তের পরিপন্থী এবং এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল। এতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপন্থী এমন কর্মকাণ্ড সংগঠনের স্বার্থের বিরুদ্ধে।
দুই নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর কাছে সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত হবে।”
উল্লেখ্য, গত শনিবার রাতে সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব-৯। তার বিরুদ্ধে সাদাপাথর লুট, চাঁদাবাজি এবং দলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। এসব কারণে ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি তার পদ স্থগিত করে।