ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পপুলার মেডিকেল সেন্টার ও হাসপাতাল সচেতনামূলক সড়ক শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৩, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

পপুলার মেডিকেল সেন্টার ও হাসপাতাল, সিলেট এর উদ্দ্যোগে, পপুলার ক্যান্সার ইউনিট এর কনসালট্যান্ট এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর রেডিওথেরাপি বিভাগ এর সহকারী অধ্যাপক ডা: সরদার বনিউল আহমেদ এর পৃষ্ঠপোষকতায় “স্তন ক্যান্সার সচেতনতা মাস – অক্টোবর ২০২৩” উপলক্ষে সচেতনামূলক সড়ক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় সোবহানীঘাটস্থ পপুলার মেডিকেল সেন্টার ও হাসপাতালের সামনে থেকে শোভাযাত্র বের করা হয়, শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরয় পপুলার মেডিকেল সেন্টার ও হাসপাতালে এসে শেষ হয় এবং হাসপাতালের অভ্যন্তরে “স্তন ক্যান্সার” এর উপর আলোচনা সভা অননুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সার্জারী বিভাগের অধ্যাপক ডা: শায়েখ আজিজ চৌধুরী। শোভাযাত্র ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: রেজাউল করিম।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ সহাকারী অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: কামাল উদ্দিন ও অর্থোপেডিক্স ও ট্রমারোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: কাজী মো: সেলিম। অনুষ্ঠানের মূল আলোচক সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহাকারী অধ্যাপক ডা: সৈয়দা ইসরার ইসলাম লিথী- স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতন হোন এবং সুস্থ্য থাকুন এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের আগত রোগীদের স্তন বিষয়ক শারিরিক প্রশিক্ষণ এর পরামর্শ দেন ডা: তাহসিনা ইসলাম ও ডা: সামিয়া ফারজানা। আলোচনা সভার উপস্থিত সকলে স্তন ক্যান্সার এর বিভিনড়ব সচেতনতা মূলক উপদেশ, স্কিনিং নিশ্চিত করা ও পরিপূর্ণ চিকিৎসা গ্রহন এর জন্য পরামর্শ প্রদান করেন এবং রোগীদের পরিপূর্ন চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের নীতিনির্ধারক এবং রেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক ডা: সরদার বনিউল আহমেদ বলেন- বাংলাদেশ সহ সারা বিশ্বে নারীদেহে ঘটিত ক্যান্সার সমূহের মধ্যে স্তন ক্যান্সার প্রথম ও প্রধান। ৪০ উর্দ্ধ মহিলাদের প্রতিবছর অন্তত একবার ম্যামোগ্রাম এবং প্রতিমাসে নিজের স্তন নিজেই পরীক্ষার মাধ্যমে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে সনাক্তকরন সম্ভব। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান সম্ভব হলে অনেকাংশে এ রোগ নিরাময় সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।