
পরকীয়া প্রেমের জেরে আকিব (৩২) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরকীয়া প্রেমিক সাইফুলকে আটক করেছে পুলিশ। স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁওয়ের পাঠানিয়াগোদা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের এক বন্ধু জানান, আমার বন্ধু যখন বিদেশে ছিল তখন তার স্ত্রী পরকিয়া সম্পর্কে জড়িয়ে যায়। সেটি আমাদের বন্ধু অনেক সময় আমাদের ফোনে ভয়েস রেকর্ড পাঠাতো। তার স্ত্রী তাকে তার পরিবারের কাছ থেকে আলাদা করে ফেলেছিলেন। সে পরে আলাদা বাসায় চলে যায়। ওই বাসায় থেকে সে পরকিয়ায় জড়িয়ে যায়। এক পর্যায়ে যখন আমার বন্ধু বিদেশ থেকে আসে তখন এসব বিষয় নিয়ে কথা হয়। গতকাল রাতে ওই বাসায় তার স্ত্রী পুষ্পা তার পরকীয়া প্রেমিককে ডেকে আনেন। ডেকে এনে আমার বন্ধুকে জবাই করে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করার জন্য তার পুরো শরীরে ছুরিকাঘাত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, চান্দগাঁওয়ে বহদ্দারহাট থেকে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের আকিবের মা জানায়, পরকীয়া প্রেমের জেরে আমার ছেলে খুন হয়েছে। আমরা এর আগেই পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। অনেকবার পারিবারিক বৈঠক হয়েছিল। কিন্তু মেয়েটি শুধরায়নি। তার প্রেমিকসহ গতকাল রাতে আমার ছেলেকে খুন করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।