
রাইজিংসিলেট- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে স্বামীর ছুরিকাঘাতে ফারজানা বেগম (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকালে সিদ্দিক মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকায় মায়ের সঙ্গে ভাড়া থাকতেন এবং স্থানীয় প্রাণ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজ থেকে ফিরে ফারজানার হাতে থাকা একটি ব্রেসলেট নিয়ে স্বামী নুর আলীর সঙ্গে তর্ক শুরু হয়। কথা–কাটাকাটির এক পর্যায়ে নুর আলী ক্ষিপ্ত হয়ে ফারজানার পেটে একাধিকবার ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে নুর আলীও সেখানে উপস্থিত হন। সেখান থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, স্বামী–স্ত্রীর মধ্যে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহবুদ্দিন শাহীন জানান, ব্রেসলেট ও পরকীয়া সন্দেহ—উভয় বিষয় মাথায় রেখে মামলাটি তদন্ত করা হচ্ছে। নুর আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।