
রাইজিংসিলেট– চিঠিতে জানানো হয়, ভবনটি এখনো পরিত্যক্ত বাড়ির তালিকা থেকে বাদ না পড়ার পরও কীভাবে রাজউক চেয়ারম্যানের দপ্তর থেকে এর নামজারি ও দলিল করার অনুমোদন প্রদান করা হলো- সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু রাজউক চেয়ারম্যান এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে আগ্রহ দেখাননি।
রিট আবেদনের পর ২০২২ সালের ১ নভেম্বর আদালত রুল জারি করেন। রুলে জানতে চান, পরিত্যক্ত বাড়িটি অবৈধভাবে দখলে রাখার অভিযোগে আবদুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না। একই সঙ্গে বাড়ি-সংক্রান্ত সব প্রয়োজনীয় নথিপত্র শপথনামা আকারে দাখিল করার নির্দেশও দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।