ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে পাঠানোর নামে জাল ভিসা দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
আগস্ট ১০, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

পর্তুগালে পাঠানোর নামে জাল ভিসা দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

শনিবার (৯ আগস্ট) বেলা সোয়া ২ টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার তেতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়- ২০২৩ সালের ৭ আগস্ট, ২৫ অক্টোবর, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারী ও ১২ই মাচ বাদী ইয়াহিয়া আহমদ তুহিনের কাছে কলমদর মিয়া প্রধান অভিযুক্ত ব্যক্তি পর্তুগালে রেস্টুরেন্ট ব্যবসার কথা বলে শ্রমিক নিয়োগের প্রলোভনে কোটি টাকা সংগ্রহ করে। এরকম ওসমানীনগরের ব্রাহ্মনগ্রামের মিহির দেবনাথ, খয়রুল আলম, মধু মিয়া, সহ বিভিন্ন লোকজনের কাছে কোটি টাকার মত হাতিয়ে নেন।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘মানবপাচার বিরোধী আইনে একাধিক মামলার আসামী কলমদর মিয়াকে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে। তাকে রবিবার কোর্টে প্রেরণ করা হবে।

প্রতারণার শিকার হওয়ার ব্যক্তিরা টাকা ফেরত চাইলে অভিযুক্ত কলমদর তাদেরকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর প্রতারনার শিকার হওয়া ব্যক্তিরা এসএমপি’র মোগলাবাজার, দক্ষিণ সুরমা ও ঢাকায় বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ আইনে একাধিক মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত কলমদর মিয়া (৪২) দক্ষিণ সুরমার বিরাহিমপুর হাজিপুরের জাবিদ উল্লাহ’র ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন মোগলাবাজার থানা পুলিশ । তার বিরুদ্ধে সিলেটে মানবপাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল সিলেট কোর্টে ও ঢাকা বিমানবন্দর থানায় পৃথক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।