ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পহেলগামে ভয়াবহ হামলায় প্রতিবাদ জানিয়েছেন শোবিজ তারকারাও

rising sylhet
rising sylhet
এপ্রিল ২৬, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ads

পহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় শোকস্তব্ধ ভারত। দেশটির সব শ্রেণি-পেশার মানুষের মতো প্রতিবাদ জানিয়েছেন শোবিজ তারকারাও।কেউ কেউ হামলাকারীদের শাস্তির দাবিও করেছেন। এবার পহেলগাম নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল।

সামাজিক মাধ্যমে তিনি জানান, আজ গান শোনার দিন না। শুধু অনুষ্ঠান-ই বাতিল করেননি, টিকিটের মূল্য যাতে দর্শক-শ্রোতারা ফেরত পান তার ব্যবস্থাও করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরে হামলায় শোকাহত শ্রেয়া নিজের গানের অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছেন। শনিবার ( ২৬ এপ্রিল) গানের আসর বসার কথা ছিল গায়িকার।

এর আগে একই কারণে গানের অনুষ্ঠান বাতিল করেন অরিজিৎ সিং। ২৭ এপ্রিল চেন্নাইয়ে তার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তিনি সেটি বাতিল করেছেন। একই সঙ্গে টিকিটের অর্থমূল্য ফেরত দেওয়ার কথাও ঘোষণা করেন।

প্রসঙ্গত, গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০। এরপরই প্রতিবাদে সোচ্চার হন তারকারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।