
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতের নিস্তব্ধতা ভেঙে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূকম্পন অনুভূত হয়। সিলেটে ভোর রাতে দুই দফায় ভূকম্পন অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট সুত্রে জানা যায়, অনুভূত ভূকম্পন দুইটির উৎপত্তিস্থল ছিল সিলেট। যার একটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও অন্যটি ছিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলা।
আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূকম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা এবং দ্বিতীয় ভূমিকম্প ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে অনুভূত হয়। দ্বিতীয় দফায় অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলা। প্রথম ভূকম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৩ দশমিক ৩।
এদিকে বিশেষজ্ঞদের মতে, সিলেট অঞ্চলটি ভূমিকম্প-সংবেদনশীল হওয়ায় এমন হালকা কম্পন সময় সময়ে ঘটতেই পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, উভয় ভূকম্পনের মাত্রা ছিল মৃদু পর্যায়ের। ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ রাতবিরাতে পরপর দুটি কম্পন অনুভূত হওয়ায় শহর ও আশপাশ এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়।