
আর দলের এমন সাফল্যে পাকিস্তানকে খোঁচা দিতে ভুল করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল সেই একই—ভারতের জয়। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।
ভারতের প্রধানমন্ত্রীর সেই লেখা শেয়ার করে তীব্র জবাব দেন মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান।
মহসিন নাকভি লিখেন, যুদ্ধই যদি আপনাদের গর্বের মাপকাঠি হয়, তাহলে পাকিস্তানের কাছে আপনাদের লজ্জাজনক পরাজয় ইতিহাসে খোদাই হয়ে গেছে। কোনো ক্রিকেট ম্যাচই সেই সত্যকে বদলে দিতে পারবে না। খেলাধূলার ভেতরে যুদ্ধকে টেনে আনা খেলার মূল চেতনাকে কলঙ্কিত করে।
ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। যার প্রমাণ এবারের এশিয়া কাপ। পুরো টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায় ভারতীয়রা। এ ছাড়া চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছে ম্যান ইন ব্লুরা।
এশিয়ার কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবম বারের মতো শিরোপা জিতেছে ভারত। এ ছাড়াও একই টুর্নামেন্টে পাকিস্তানকে তিনবার হারানোর রেকর্ড তো আছে।