ঢাকাশুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পাঠানটুলা জামেয়া ছাত্র সংসদের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৫, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাঠানটুলা জামেয়া ছাত্র সংসদের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, খেলাকে জীবনের মূল লক্ষ্য-উদ্দেশ্য কিংবা পেশা বানানো নয়, খেলাধুলা হোক শরীরচর্চা, আনন্দ ও চিত্তবিনোদনের জন্য। এটি জীবনের লক্ষ্য-উদ্দেশ্য হতে পারে না। ইসলাম মানুষের মানসিক ও শারীরিক বিকাশ সাধনেও বেশ গুরুত্বারোপ করেছে। তাই শরীরচর্চা এবং আনন্দ ও চিত্তবিনোদনের জন্য ইসলাম শর্তসাপেক্ষে খেলাধুলার অনুমতি দিয়েছে।

তিনি শুক্রবার বিকেলে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত মাসব্যাপী আন্ত:শ্রেণি মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছাত্র সংসদের ভিপি আবু জুবায়েরের সভাপতিত্বে ও সেক্রেটারি কাওছার হামিদের পরিচালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোর কন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক সিদ্দিক আহমদ, সিলেট মহানগরীর চেয়ারম্যান শরীফ মাহমুদ, ভাইস-চেয়ারম্যান শাহীন আহমদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখার ইনচার্জ মাওলানা জুনাইদ আল হাবীব ও কিশোর কন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর এইচ.আর.ডি বিষয়ক পৃষ্ঠপোষক মাসুদ আলম।

উপস্থিত ছিলেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য আমিনুল ইসলাম কামিল, মাহফুজ আহমদ রাফি, জাহেদ হোসাইন, উবায়দুল হক সাকিব, আব্দুল হাকিম শাহরিয়ার ও আব্দুল্লাহ আল মাহদি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরো বলেন, আদর্শ জীবন গঠনে পড়াশোনায় মনোযোগী হওয়া প্রয়োজন। সালাত সহ যাবতীয় ইবাদাতে যত্নশীল হওয়া ঈমানী দায়িত্ব। অপসংস্কৃতির সয়লাব থেকে নিজেদেরকে হেফাযতে রাখার চেষ্টা করতে হবে। সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিকগুলো গ্রহণ আর নেতিবাচক দিকগুলো বর্জনে আপোষহীন থাকতে হবে।

১৬৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।