ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পানি সহায়তা লাইনে গু লি, গাজায় হ তা হ তে র মিছিল

rising sylhet
rising sylhet
জুলাই ১৩, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। রোববার (১৩ জুলাই) রাতভর পরিচালিত হামলায় অন্তত ২৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ১০ জন একটি পানি বিতরণ কেন্দ্রের কাছে হামলার শিকার হন।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী বসতবাড়ি ও আশ্রয়কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায়। এতে বহু হতাহতের পাশাপাশি আরও অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগের দিন, শনিবার (১২ জুলাই), গাজার রাফাহ শহরে আরও ভয়াবহ এক হামলায় প্রাণ গেছে অন্তত ১১০ জনের। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি মানবিক সহায়তা সংস্থার (গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন – GHF) খাদ্য সহায়তার লাইনে অপেক্ষারত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাইনে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষের ওপর সরাসরি গুলি চালানো হয়।

ঘটনাস্থল ছিল রাফাহর আল-শাকুশ এলাকার একটি সহায়তা কেন্দ্রের সামনের রাস্তা। গুলির শব্দে মুহূর্তেই সৃষ্টি হয় চরম আতঙ্ক। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অনেকেই, চারপাশে ছড়িয়ে পড়ে রক্ত।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা যেসব এলাকাকে ‘মানবিক সহায়তার কেন্দ্র’ হিসেবে চিহ্নিত করেছে, সেগুলো এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। প্রতিদিনের ধারাবাহিক হামলা ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় গাজার সাধারণ জনগণ ক্রমেই আরও বিপর্যস্ত হয়ে পড়ছে।

এই পরিস্থিতিকে মানবিক সংকটের চূড়ান্ত রূপ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।