ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান

rising sylhet
rising sylhet
জুন ২৩, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ads

নিজেদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান।

দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, চুক্তির সীমার মধ্যে আমরা যা করছি, তা নিয়ে কারও আমাদের নির্দেশ দেওয়ার অধিকার নেই।

এর আগে, রোববার যুক্তরাষ্ট্র জানায়, তারা ইরানের ফোর্দো, নাটানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। বিশেষ করে ফোর্দোতে ৬টি বাংকার-বাস্টার বোমা ফেলা হয়েছে, যা মাটির গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া নাতানজ ও ইসফাহানেও ক্রুজ মিসাইল দিয়ে হামলা করে তারা।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়েছে।

জার্মান টেলিভিশন ‘ডাস এর্স্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার (২৩ জুন) রাভানচি স্পষ্টভাবে বলেন, ইরান পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি (NPT) অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছে। দেশজুড়ে হাসপাতালে জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে  হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

উল্লেখ্য, কোনোপ্রকার উস্কানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।