ঢাকাশুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পিসিবির অনুমতি নিয়ে বিপিএল মাতাতে আসছেন আরও ৫ ক্রিকেটার

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৬, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- বিপিএলের দশম আসরে ঢাকা পর্ব শেষে চলছে সিলেট পর্বের ম্যাচ। এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজিয়েছিল বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু তাদের ছাড়পত্র পাওয়া নিয়ে ছিল জটিলতা। কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের চুক্তিভুক্ত ক্রিকেটারদের দুটির বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দিচ্ছে না। যার ফলে ফখর জামানদের মতো তারকা ক্রিকেটাররা বিপিএলে দল পেলেও খেলতে পারছেন না। এমনকি বিপিএল খেলতে বাংলাদেশে এসেও ফিরে যেতে হয়েছে মোহাম্মদ হারিসের মতো খেলোয়াড়কে।

তাই অনেকটা শঙ্কায় ছিল বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। অবশেষে তাদের জন্য সুখবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে পিসিবির ছাড়পত্র পেয়েছেন আরও পাঁচ ক্রিকেটার। তারা হচ্ছেন- আমের জামাল, সাইম আইয়ুব, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ ও আকিফ জাভেদ।

এদের মধ্যে বিপিএলে খেলতে আনেক আগেই অনাপত্তিপত্র চেয়েছিলেন সাইম আইয়ুব ও হাসনাইন। তবে এক বছরে তিনটি লিগের অনাপত্তিপত্র নিয়ে ফেলায় এবং হাসনাইন চোট থেকে ফেরায় প্রথমে অনুমতি দেয়া হয়নি। অবশেষে অনুমতি পেয়েছেন তিনি।

অনাপত্তিপত্র পাওয়া পাঁচ ক্রিকেটারের মধ্যে ইতোমধ্যে হাসনাইন, নেওয়াজ ও জাভেদ গতকালই বাংলাদেশে পা রাখেন। ইতোমধ্যে খুলনা টাইগার্সের হয়ে খেলতে আজ মাঠেও নেমে গেছেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ।

এ ছাড়া বিপিএলে পাক পেসার হাসনাইন ২২ গজ মাতাবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ও সাইম আইয়ুব খেলবেন দুর্দান্ত ঢাকার হয়ে। অন্যদিকে আন্তর্জাতিক অভিষেক না হওয়া বাঁহাতি পেসার আকিফ জাভেদ খেলবেন ফরচুন বরিশালের হয়ে। এ ছাড়া বরিশালের হয়ে খেলার কথা রয়েছে আহমেদ শেহজাদের। তিনি অনাপত্তিপত্রের আবেদন করেছেন। তিনি খেলবেন শোয়েব মালিকের জায়গায়।

মালিক বিপিএলের ঢাকা পর্ব শেষে হুট করেই দুবাই চলে যান। সিলেট পর্বে তার যোগ দেয়ার কথা থাকলেও আর ফিরছেন না। মালিকের এমন কাণ্ডে বিব্রত বরিশাল কর্তৃপক্ষ। ঢাকা পর্বে ফিরতে চাইলেও কর্তৃপক্ষ না করে দেন পাকিস্তানের এই ক্রিকেটারকে। ফ্র্যাঞ্চাইজিটির তরফে নিশ্চিত করা হয়েছে, চলতি বিপিএলে আর দেখা যাবে না শোয়েব মালিককে।

এর আগে অনাপত্তিপত্র ছাড়াই খেলতে এসে শেষ পর্যন্ত তা না পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আসা মোহাম্মদ হারিস।

২২৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।