ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন স্বপন

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৮, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন । মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে দলের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে তিনি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দায়িত্ব পালনে পুনরায় যুক্ত হলেন। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথাও জানানো হয়।

চিঠিতে স্বাক্ষর করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিটি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতা সিদ্দিকীসহ সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুলিপি আকারে প্রেরণ করা হয়েছে।

কেন্দ্রীয় সিদ্ধান্তে আরও বলা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে ভবিষ্যতে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তার ভূমিকা রাখার প্রত্যাশা করছে বিএনপি।

এর আগে গত বছরের মে মাসে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।