ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুরান ঢাকায় যা ঘটেছে, তাতে স্তব্ধ পুরো দেশ

rising sylhet
rising sylhet
জুলাই ১২, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট: পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

প্রকাশিত ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ জুলাই (বুধবার) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ-কে একদল ব্যক্তি চাঁদা না দেয়ার অভিযোগে নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পথচারীরা ঘটনার ভিডিও ধারণ করলে তা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এ ঘটনায় মানুষের ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। দেশের শোবিজ জগতের অনেকে এতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

অভিনেতা খায়রুল বাসার এক ফেসবুক পোস্টে লিখেছেন,

“যারা মানুষ হয়ে মানুষ হতে পারেনি, তাদের জন্য ধ্বংস কামনা করা ছাড়া আর কিছু থাকে না। এমন বর্বরতা পশুকেও লজ্জায় ফেলে দেয়। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন ভালো মানুষের বরকতে।”
তিনি আরও বলেন,
“অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলুন। পাশে দাঁড়ান, সাহস দেখান, মানবতা দেখান। ব্যর্থ হলেও আইনকে আশ্রয় নিন। একদিন পরিবর্তন আসবেই।”

এর আগে নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন-সহ অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে। দলটির পক্ষ থেকে অভিযুক্তদের তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

এই ঘটনা আবারও প্রমাণ করে, দেশে বিচার ও নিরাপত্তা ব্যবস্থার আরও কার্যকর প্রয়োগ প্রয়োজন। ন্যায়বিচার এবং মানবিকতার পক্ষেই এখন কণ্ঠ তোলার সময়।

তারিখ: ৯ জুলাই, বুধবার, স্থান: পুরান ঢাকা, মিটফোর্ড, ভিকটিম: ভাঙারি ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ, অভিযোগ: চাঁদা না দেয়ার কারণে প্রকাশ্যে হত্যা, গ্রেপ্তার: ৫ জন,

প্রতিক্রিয়া: দেশজুড়ে ক্ষোভ, তারকাদের প্রতিবাদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।