
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবা বড়িসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সুলতানপুর এলাকার মৃত ছুটটু মিয়ার ছেলে মো. আব্দুল শহিদ রকি (২৬)। বর্তমানে তিনি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড় বাজার এলাকার শাহীন মিয়ার কলোনিতে বসবাস করছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং- ০৪, তালিখ-০৮/১১/২০২৫খ্রিঃ,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু হয়। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বড় বাজারস্থ এমএ জাগিদারের মালিকানাধীন ৯০নং বাসার সামনে অভিযান পরিচালনা করে বড় বাজার এলাকার শাহীন মিয়ার কলোনির মো. আব্দুল শহিদ রকিকে ২০ পিস ইয়াবা বড়িসহ একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।