ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ওপর হা ম লা র ঘটনায় নবীগঞ্জে ৮ জন গ্রেফতার

rising sylhet
rising sylhet
জুন ৩০, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে। রবিবার (২৯ জুন) দুপুরে জনতার বাজারসহ আশপাশের এলাকায় এ চিরুনি অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, এর একদিন আগে শনিবার ভোরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামে নজর উদ্দিন (৪০) নামে এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারে যায় পুলিশ। তখন গ্রামে মসজিদের মাইকে “ডাকাত প্রবেশ করেছে” বলে মাইকিং করা হয়, যার ফলে স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং নজর উদ্দিনকে ছিনিয়ে নেয়।

হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের একটি ভ্যান ও দুটি অটোরিকশাও ভাঙচুর করা হয়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরদিন যৌথ বাহিনীর অভিযানে মোট ১৩ জনকে আটক করা হলেও যাচাই-বাছাই শেষে ৫ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন:

ইকবাল হোসেন (৩১), দক্ষিণ গজনাইপুর

রোজেল মিয়া (২৫), পিরোজপুর

কাইয়ুম মিয়া (২২), দেওপাড়া

সোহেল আহমেদ (২৩), রামলোহ

আল আমিন (৬৬), পানিউমদা

মো. সাদেক মিয়া (৪২), শতক

পংকজ দত্ত (৪৩), দেওপাড়া

আবির আহমেদ জয় (১৯), রামলোহ

বানিয়াচং সেনা ক্যাম্পের কর্মকর্তা হারুনুর রশিদ জানান, অভিযানে সেনাবাহিনীর একটি দল র‍্যাব ও পুলিশকে সহায়তা করেছে এবং আটককৃতদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযান চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।