
এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখী বাদামবাগীচা এলাকার ৪নং গলি মামুন মিয়ার গ্যারেজ হতে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন জুয়াড়ি আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মামুন মিয়ার গ্যারেজের আজাহার (৩৫), ফজর আলী (৩০), মো. আবুল হোসেন (৫০), জিয়াউর রহমান (৩৫), তারিকুল (৩২), লিখন (৩০), সাহাদুল (৩৫), ও মো. বেলাল (৪৫)।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত আসামীদের এয়ারপোর্ট থানার ননএফআইআর নং-১৫১, তাং-২৩/১০/২০২৫খ্রিঃ, ধারা-এসএমপি এ্যাক্ট ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘জুয়া খেলা অর্থনীতির জন্য ক্ষতিকর এবং সামাজিক সমস্যা সৃষ্টি করে। তাই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সিলেটে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখী বাদামবাগীচা এলাকার ৪নং গলি মামুন মিয়ার গ্যারেজ হতে অভিযান পরিচালনা করে ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।