ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব শ ত্রু তা র জের ধরে এক ব্যক্তি খু ন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২১, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তি খুন হয়েছেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে লাশ সুরমা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়।

নিহত সালিক আহমদ (৪৮) পূর্ব লক্ষীপাশা ইউনিয়নের মনিপুর গ্রামের আজিজুর রহমান ছেলে।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে সিলেটের কানাইঘাটে সাতবাক ইউনিয়নের লুপারমুক বাজারের পাশে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, সালিক আহমদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

হত্যাকান্ডের কারণ সম্পর্কে ওসি বলেন, শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লুপারমুক বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন সালিক আহমদ। সুরমা নদীর পাশে আসা মাত্র আগে থেকে উৎ পেতে থাকা ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে সালিককে কুপিয়ে খুন করে। পরে তার লাশ সুরমা নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়।

৫৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।